কোয়েল মল্লিক পরিবারসহ করোনায় আক্রান্ত খবরটি সবার জানা। স্বামী নিসপাল সিং, রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী দীপা মল্লিক করোনায় আক্রান্ত হন। ১০ জুলাই বিষয়টি কোয়েল নিজেই জানিয়েছিলেন। এবার দ্বিতীয়বার পরীক্ষার পরেও কোয়েল মল্লিক ও নিসপালের করোনা পজিটিভ এসেছে। কোয়েলের মা দীপা মল্লিকের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে দ্বিতীয় পরীক্ষার পর রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৭ তারিখ দ্বিতীয়বার তাদের নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে গেল মে মাসে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। তারপর থেকে বেশিরভাগ সময়টা তিনি ঘরেই রয়েছেন। করোনায় পরিবারের অনেকেই আক্রান্ত হলেও কোয়েল জানিয়েছিলেন তার সন্তান সুস্থ আছে।