সপ্তাহান্তে যানজটের আশঙ্কা। বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য ২৯ এপ্রিল শনিবার এবং ৩০ এপ্রিল রবিবার রাতে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সব রকমের যান চলাচল। গত পাঁচ বছর ধরে দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির চাপ বেড়েছে প্রায় ২১ শতাংশ। তাই সেতুর ভার বহন ক্ষমতার কাজ খুঁটিয়ে দেখা হবে। কার্যত সেকারণেই শনিবার মধ্যরাত থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। যার কারণে হাওড়া ব্রিজের উপর চাপ বেশি পড়বে।
শুধুমাত্র রাতে বিদ্যুসাগর সেতু বন্ধ থাকলেও যানজটের আশঙ্কা থাকছেই। নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে যান চলাচল হবে। আর দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হাওড়া বা নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কোন রুট দিয়ে যানবাহন ঘোরানো হবে, তা ঠিক করতে মঙ্গলবারই কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ডহারবার জেলার পুলিশকর্মীরা
জানা গিয়েছে, বেহালা, আলিপুরগামী গাড়িগুলিকে ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, টালিগঞ্জ থেকে ভবানীপুরের দিকে আসা যানবাহনকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে। যদিও খুব শীঘ্রই হাওড়া ব্রিজেরও মেরামতির কাজ শুরু হবে। যার কারণে গত কয়েকদিন ধরেই ট্রায়াল রান শুরু হয়েছে। জানা গিয়েছে,যে অংশে মেরামত হবে,সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। যানজট কতটা হতে পারে,তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এরপরই চূড়ান্ত হবে যে কবে থেকে হাওড়া ব্রিজের মেরামতির কাজ শুরু হবে।