ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় করোনা আক্রান্তের খোঁজ, আতঙ্ক

ফের বাড়ছে করোনা আতঙ্ক। নতুন সাব-ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কিন্তু এই ভ্যারিয়েন্টকে এখনই বিপজ্জনক বলছেন না চিকিৎসকরা। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলছে। আতঙ্ক বাড়ছে। কলকাতায় ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও ১ জন।

জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এবার জেনোম সিকোয়েন্সিয়ে পাঠানো হবে স্যাম্পল। তারপরই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা।

অন্যদিকে, আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জিনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই।