বিনোদন

সিল করা হয়েছে লতার ‘প্রভুকুঞ্জ’

সব জায়গাতেই করোনার দাপট চলছে৷ এই মারণ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ থেকে সেলিব্রিটি৷ কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় ও আরাধ্যা ৷ করোনার ভয়ে গোটা বলিউড যেন গুটিয়ে গিয়েছে৷ এবার বিএমসির পক্ষ থেকে সিল করা হয়েছে লতা মঙ্গেশকরের বাড়ি৷ করোনা থেকে বাঁচতেই সিল করা হয়েছে লতার ‘প্রভুকুঞ্জ’৷

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের পরিবারে সদস্যরা বেশিরভাগই সিনিয়র সিটিজেন৷ তাদের বয়স হয়েছে৷ তাই করোনার থেকে বাঁচতে আগে ভাগেই সাবধানতা নেয়া হয়েছে৷ আর এই কারণেই বিএমসির পক্ষ থেকে বাড়ি সিল করা হয়েছে৷

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমরা সবাই সুস্থ আছি৷ এই বাড়ি সিল করার ঘটনা একেবারেই সচেতনার জন্য৷ সবাইকে অনুরোধ কোনোরকম গুজব না রটাতে, গুজবে কান না দিতে৷