রাজ্য লিড নিউজ

শিয়ালদহ: শনিবারও যাত্রী ভোগান্তি অব্যাহত, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

শনিবারও ভোগান্তি অব্যাহত। শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় চরম বিপাকে পড়তে হয়েছে রেল যাত্রীদের। শিয়ালদহ স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এর জেরে বনগাঁ শাখা এবং মেন লাইনে ট্রেন কম চলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিয়ালদহ প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। জানা গিয়েছে, রবিবার দুপুর ২টোর মধ্যে সংস্কার কাজ শেষ হয়ে যাবে। এরপর স্বাভাবিক হবে পরিস্থিতি।

তবে অফিসযাত্রী এবং পড়ুয়াদের ভোগান্তির কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ করা হয়েছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে। জানা গেছে, রবিবার পর্যন্ত ডব্লিউবিটিসি বিশেষ শাটল পরিষেবা চালাবে।

খবর, ব্যারাকপুর স্টেশন থেকে তিনটি বাস চালানো হবে ডানলপ পর্যন্ত। এই বাসগুলি খড়দা, পানিহাটি, রথতলা হয়ে যাবে। দমদম সেন্ট্রাল জেল থেকে বাস যাবে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত। যেহেতু সংস্কার কাজ চলছে তাই শিয়ালদহ স্টেশনের বদলে কোনওটি দমদম জংশন এবং কোনওটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাচ্ছে।