ব্রেকিং নিউজ রাজ্য

সোমবার উদ্বোধন শিয়ালদহ মেট্রোর

১১ই জুলাই অর্থাৎ আগামী সোমবার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর। দীর্ঘ সময় ধরে মেট্রোর কাজ চলায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নিত্য যাত্রীদের। জানা গিয়েছে, যাত্রী পরিষেবা শুরু হবে বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে এই মেট্রো রেলে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে কেন্দ্রিয় মন্ত্রী স্মৃতি ইরানি করবেন শিয়ালদহ মেট্রোর উদ্বোধন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে কিছু জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতি ইরানি উদ্বোধনে উপস্থিত হতে না পারলেও সোমবারই করা হবে মেট্রোর উদ্বোধন। সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে কে উদ্বোধন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে মেট্রোর দরজা যে সোমবারই খুলে যাচ্ছে, তা নিয়ে আর কোনও সংশয়ের অবকাশ রইল না।

তবে স্মৃতি ইরানিকে উদ্বোধক হিসেবে চিহ্নিত করায় জোর জল্পনার সূচনা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের মধ্যেও। তিনি একজন কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী। তাঁর সঙ্গে মেট্রোর উদ্বোধনের কোনও যোগই নেই। তিনি এরাজ্যেরও সাংসদ নয়।তাহলে কি কারণে তাঁকে মেট্রো পরিষেবার উদ্বোধক হিসেবে নির্বাচন করা হয় তা নিয়ে ছড়িয়েছে জল্পনা। এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।