ব্রেকিং নিউজ রাজ্য

Ratha Yatra: রথযাত্রায় শিয়ালদহ-কৃষ্ণনগর দু’জোড়া স্পেশাল ট্রেন

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে এই প্রথম শিয়ালদহ-কৃষ্ণনগর দু’জোড়া স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

গত আড়াই বছর করোনার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মত রথযাত্রাও স্থগিত ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও নদীয়ার মায়াপুর ইসকন সহ বিভিন্ন এলাকায় রথযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের তোড়জোড় চলছে।

রেল কর্তৃপক্ষের কাছ থেকে এবছর বাড়তি পাওনা রথযাত্রা উৎসব উপলক্ষে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে দুটি স্পেশাল EMU লোকাল ট্রেন চলাচল। শুরু হচ্ছে ১ লা জুলাই থেকে ৯ ই জুলাই পর্যন্ত। প্রথমটি সকাল ৮ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০ টা ৩৫ মিনিটে পৌঁছাবে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে ও পরেরটি সকাল ৯ টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১২ টা ০৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছাবে।

ফেরার পথে বিকেল ০৬  টা ৫০ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছেড়ে কৃষ্ণনগর ছেড়ে রাত ০৯ টা  ১৫ মিনিটে শিয়ালদাহে পৌঁছাবে ও রাত ১১ টায় কৃষ্ণনগর ছেড়ে রাত ০১ টা ৩৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। যাত্রাপথে সমস্ত স্টেশনে দাঁড়াবে এই ট্রেন দুটি। ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা আবেদন জানালেও এ বিষয়ে সংসদ জগন্নাথ সরকার অত্যন্ত আন্তরিকভাবে তদারকি করেছেন অনেকটাই। সেই সাথে সাংসদ জানান, রাজ্যবাসীর জন্য বনগাঁ ডাবল লাইন, কল্যানী পর্যন্ত মেট্রো, বেশ কয়েকটি এসি লোকাল ট্রেন সহ রেলের একাধিক উপহারের কথা।