আন্তর্জাতিক

‘‌বিজ্ঞানের থেকে আমার জ্ঞান বেশি’‌

মার্কিন প্রেসিডেন্ট নিজেকে এমন হাসির খোরাক করে তুলতে পারেন তা অনেকেরই অজানা ছিল। তাও একবার নয় বারবার। এবার সেখানে বাড়তি সংযোজন হয়েছে।তাঁর বিতর্কিত এবং হাস্যকর মন্তব্যের জন্য হাসির খোরাক হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেও তাঁর কোনও ভ্রূক্ষেপ হয় না।
এবার তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি যা জানেন, বিজ্ঞান তার কিছুই খবর রাখে না। তাঁর এই আজব দাবির কথা শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। কিছুদিন ধরে কালিফোর্নিয়ার জঙ্গলে দাবানলের জন্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে এখনও পর্যন্ত পাঁচ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। আর মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন বিজ্ঞানী ও পরিবেশবিদরা। তার মাঝেই বিজ্ঞান ও বিজ্ঞানীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ায় পরিস্থিতি সম্পর্কে পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা যখন আরও বিপর্যয়ের আশঙ্কা করছেন, দাবানলের ফলে গরম বাড়বে বলে দাবি করছেন। ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট বলে বসলেন। পরিবেশ ক্রমশ ঠান্ডা হবে। তিনি বলেন, ‘‌ফরেস্ট ডিপার্টমেন্টের অদক্ষতার জন্যই ক্যালিফোর্নিয়ার জঙ্গলে দাবানলের সৃষ্টি হয়েছে। আসলে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আমি যা জানি বিজ্ঞান তাও জানে না। দাবানলের ফলে পরিবেশ গরম হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আমার মনে হয় খুব তাড়াতাড়ি পরিবেশ ঠান্ডা হয়ে উঠবে।’‌