বাংলাদেশ

সেপ্টেম্বর মাসের আগে স্কুল খুলছে না বাংলাদেশে

আড়াই লাখ স্পর্শ করতে চলেছে পদ্মাপার। তবে সেটা করোনা সংক্রমণে। বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ২৭৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৫৫৩ জন। যা আড়াই লাখের একেবারে কাছাকাছি। এই প্রতিবেশী দেশটিতে একদিনে করোনার বলি হয়েছেন আরও ৫৪ জন। তার মধ্যে আছেন ১৪ জন মহিলা। ফলে সেখানে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৯২৮ জনের প্রাণ কেড়ে নিল এই মহামারি সংক্রমণ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭৯২ জন। ফলে এখন পর্যন্ত মোট ১ লক্ষ ২৩ হাজার ৮৮২ জন সুস্থ হলেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম সরকারিভাবে করোনা সংক্রমণের কথা জানানো হয়। গত ১৮ মার্চ এই ভাইরাসে সে দেশে প্রথম প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।
এই পরিস্থিতিতে ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনও তাড়াহুড়ো করতে নারাজ শেখ হাসিনা সরকার। এই মহামারীর কারণে গত চার মাসের বেশি সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৬ আগস্ট। তার পরে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খুলবে কি না তা নিয়ে চর্চা চলছে। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসের আগে স্কুল–কলেজ খোলার সম্ভাবনা নেই।