ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে এখনই খুলছে না স্কুল, কি বলল হাইকোর্ট

সম্পূর্ণরূপে স্কুল খোলার জন্য এখনও বেশ কিছুটা সময় চায় রাজ্য সরকার। অন্তত ৮৫ শতাংশ পড়ুয়ার টিকাকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্কুল খুলতে চায়না রাজ্য। রাজ্যের এই আবেদন মেনে নিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি স্কুল খোলা নিয়ে হাইকোর্টকে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে রাজ্য সরকার৷ সেই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।

রাজ্যে স্কুল খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, স্কুল খুলতে আগ্রহী রাজ্য সরকার কিন্তু এ বিষয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না রাজ্য।

অ্যাডভোকেট জেনারেল আরও জানান, রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সি ৩,৩৯,৯১৯৭ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে৷

গবেষণা বলছে টিকা গ্রহণের ২-৩ সপ্তাহ পর প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷ এই সময়কাল মাথায় রেখে স্কুল খুলতে চায় রাজ্য। আবার ওমিক্রনের প্রভাব বাড়ছে। ১৫ বছরের নিচে এখনও টিকা দেওয়া হয় নি। সেটা মাথায় রাখতে হবে৷’

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে তিনি আরও বলেন, ‘পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা করা হচ্ছে। এটা প্রাথমিক পর্যায়ে স্কুল খোলার প্রথম পদক্ষেপ৷’

মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এভাবে ছাত্র ছাত্রীরা মানসিক ভাবে বিপর্যস্ত হচ্ছে। দূরত্ব বজায় রেখে করোনা বিধি মেনে চালু হোক শিক্ষা প্রতিষ্ঠান।’

ইতিমধ্যেই স্কুল খোলার দাবিতে রাস্তায় নেমেছে পড়ুয়ারা। পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকরাও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতে শুরু করেছে। স্কুল না খুললে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এমত পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। আজ দু’ পক্ষের সওয়াল জবাব শুনে রাজ্যকে দু’ সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি৷