কোচবিহার সোনারি কাকড়িবাড়ি এলাকায় নির্মাণাধীন বেসরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ায় মৃত ১, আহত বেশ কয়েকজন।
বৃহস্পতিবার বিকেলে কোচবিহারের গোপালপুর এলাকায় নির্মীয়মান বেসরকারি একটি স্কুলের ছাদ ভেঙ্গে পড়াকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল নির্মানের কাজ চলার সময় ছাদ ভেঙে নিহত হয় ১ জন এবং বেশ কয়েকজন আহতও হয় বলে জানা গিয়েছে।
কোচবিহার দুই নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেসরকারি স্কুল নির্মাণ কাজ চলার সময় স্কুলের ছাদ ভেঙে বিপত্তি ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত সেখানে ছুটে যায়। দমকলকর্মীরা ভেঙ্গে পড়া ছাদের নিচ থেকে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই কারণে উদ্ধারের চেষ্টা করে চলেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, স্থানীয় কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব।