স্কুল–কলেজ–শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে? এই প্রশ্নের উত্তর জানতে চায় অভিভাবক–ছাত্রছাত্রী–শিক্ষক–শিক্ষিকারা। কারণ করোনাভাইরাসের জেরে গত মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ রয়েছে স্কুল–কলেজ–সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিওয়াল বিবিসি–কে একটি সাক্ষাৎকারে জানান, আগামী আগস্ট মাসের পর ফের স্কুল খুলতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রীর একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়, গত ১৬ মার্চ থেকে সারা দেশে স্কুল–কলেজ বন্ধ রয়েছে। ফের আগামী আগস্টের পর খুলতে পারে। সারা দেশে প্রায় ৩৩ কোটি পড়ুয়া স্কুল কবে খুলবে সেদিকেই তাকিয়ে রয়েছে। তবে পরিস্থিতির নিরিখে ১৫ আগস্টের পর স্কুল খুলতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী জুলাই মাসে ৩০ শতাংশ পড়ুয়াকে নিয়ে স্কুল খোলা হতে পারে বলে জানানো হয়েছিল। সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত বাকিদের বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে।
কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্থিতাবস্থায় আসতে পারে। মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, স্কুল খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। আর মন্ত্রী বললেন, স্কুল–কলেজগুলি আগামী আগস্ট মাসে খুলতে পারে। ১৫ আগস্টের পর তা সম্ভব হতে পারে। তবে যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেগুলি বোর্ডের নির্ধারিত সময়েই নেওয়া হবে।
