ব্রেকিং নিউজ রাজ্য

বিদ্যালয় খোলার দাবিতে পথে নামল পড়ুয়ারা

এবার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে পড়ুয়ারা নিজেই। তাই স্কুল খোলার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামল ছাত্র-ছাত্রীরা।

সোমবার, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা রাস্তায় মিছিল করে। এদিন, বেলা বারোটা নাগাদ বনগাঁ এক নম্বর গেট থেকে শতাধিক অভিভাবক ও ছাত্র ছাত্রীরা পোস্টার ব্যানার হাতে নিয়ে যশোর রোড ধরে মিছিল করে ডিআই অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

অতিমারির জেরে দেড় বছর স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। তবে,রাজ্য সরকারের তরফ থেকে গত নভেম্বরে স্কুল কলেজ খুলে দেওয়া হলেও করোনার তৃতীয় ঢেউ এর কারণে ফের বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ফলে, অনলাইনে ক্লাস করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। যার জেরে শিশুদের সঠিক বিকাশে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরাও ।

রাজ্যে করোনা বিধি মেনে কমবেশি সবই খোলা রয়েছে।তাহলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই কেন বন্ধ থাকবে, এই নিয়ে এদিন সরব হন, ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা। এক ছাত্রীর কথায়, “আমরা স্কুলে যেতে চাই। স্কুলে গিয়ে আনন্দ করতে চাই। আনন্দ করে পড়াশোনা ও খেলাধুলা করতে চাই”

অপরদিকে, স্কুল-কলেজ খোলার দাবিতে এসএফআইয়ের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে করুণাময়ী মোড়ের কাছে পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে। এর প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকরা। শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।