করোনা সংক্রমণ জাঁকিয়ে বসেছে। এই অবস্থায় নভেম্বর মাসেও বাংলাদেশে স্কুল বন্ধই থাকছে। ১৪ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকার সিদ্ধান্ত ঘোষণা করল শেখ হাসিনা সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, স্কুল খোলার কথা ভাবা হলেও, এই অবস্থায় সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধই থাকছে স্কুল–সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
করোনার জেরে গত ১৭ তারিখ থেকে বন্ধ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। লকডাউনের জেরে দীর্ঘ কয়েক মাস ধরে দফায় দফায় তা বন্ধ রাখার মেয়াদ বাড়ছিল। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জানানো হয় যে, ৩১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, প্রাথমিক–উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ। সেই মেয়াদ শেষের আগে বৃহস্পতিবারই জানানো হল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হল ১৪ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় এই বছর সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনলাইন ক্লাসে জোর দেওয়া হলেও, বহু স্কুলপড়ুয়ার পক্ষে তা সম্ভব হচ্ছে না।
পরীক্ষা বাতিল, স্কুল বন্ধের সময়সীমা বাড়তে থাকায় অ্যাকাডেমিক সেশন নিয়ে জট বাড়ছে। পরবর্তী শিক্ষাবর্ষ কবে থেকে চালু করা যাবে, তা নিয়ে প্রশ্ন শিক্ষক এবং পড়ুয়াদের। বাংলাদেশে করোনা সংক্রমণ স্বস্তি দিচ্ছে না। তাই স্কুল বা অন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দিষ্ট নিয়ম মেনে প্রবেশিকা পরীক্ষা বা সরাসরি ফলাফলের মূল্যায়ণ করে পড়ুয়াদের ভর্তি নেওয়ার কথা জানানো হয়েছে।
