করোনার দ্বিতীয় ঢেউ এখনও সামাল দেওয়া যায়নি। বরং বেসামাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে এবার কড়া বিধিনিষেধ সত্ত্বেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না সংক্রমণের গতিতে। এই সময়ে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পদ্মাপারে।
এদিন শেখ হাসিনা সাফ জানান, অতিমারীর ভয়ে ঘরে সেধিঁয়ে থাকার অর্থ নেই। এবার তাই সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করে সতর্কতার সঙ্গে বাইরে বেরিয়ে কাজ সারতে হবে। না হলে চলমান বিশ্বের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। পিছিয়ে পড়ে থাকতে হবে। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল–কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাঁদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দেশের সব মেডিক্যাল কলেজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসে এনে ক্লাস শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে।’