স্কুল–কলেজ খোলার কথা ছিল নভেম্বর মাসে। কিন্তু তা পিছিয়ে দিয়েছে নবান্ন। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর মাস থেকেই খুলে যাচ্ছে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ডিসেম্বর মাসেই খুলে যেতে পারে রাজ্যের সমস্ত কলেজ–বিশ্ববিদ্যালয়। যদিও স্কুল কবে থেকে ফের খুলবে, সে ব্যাপারে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
যতদিন না স্কুল খুলছে ততদিন অনলাইন ক্লাসে পঠনপাঠন চলবে। গত মার্চ মাস থেকেই করোনা মহামারির কারণে বন্ধ স্কুল, কলেজ–সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। সোমবারই রেলের সঙ্গে বৈঠকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এরপরে স্কুল–কলেজ খুলবে কবে খুলবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ কোভিডবিধি মেনে ডিসেম্বর মাস থেকে শুরু হবে কলেজ–বিশ্ববিদ্যালয়ের ক্লাস। যদিও দিনক্ষণ এখনও স্থির হয়নি। কবে থেকে এবং কীভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে পারে তা নিয়ে কালীপুজোর ঠিক পরেই আবারও একটি বৈঠক হবে। সিদ্ধান্ত হলে তা ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩০ নভেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি–সহ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কেন্দ্রের নতুন আনলক নির্দেশকায় রাজ্য সরকারগুলিকে আলোচনা সাপেক্ষে স্কুল খোলার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আগামী ১০ নভেম্বর থেকে নবম–দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আংশিকভাবে স্বেচ্ছাভিত্তিক স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে ওড়িশা রাজ্য সরকার।