দেশ ব্রেকিং নিউজ

লকডাউন উপেক্ষা করে খুলল স্কুল!‌

তৃতীয় দফায় আগামী ১৭ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। লকডাউন চলাকালীন দেশজুড়ে স্কুল, কলেজ, কোচিং সেন্টার সম্পূর্ণ বন্ধ থাকবে বলে শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে ঘটে গেল অঘটন। সরকারের নির্দেশ অমান্য করে স্কুল খুলল গুজরাতের রাজকোটে। ছাত্রছাত্রীদের ক্লাসে যোগ দেওয়ার নির্দেশ স্বামী বিবেকান্দ স্কুল কর্তৃপক্ষের। ঘটনা চাউর হতেই তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক।
শনিবার লকডাউনের মধ্যে স্কুলে এসেছিল প্রায় ১০০ পড়ুয়াও। রাজকোটের পরদি এলাকার স্বামী বিবেকান্দ স্কুলে এদিন পুড়ুয়াদের মার্কশিট দেওয়া হবে বলে ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। মার্কশিট নিতে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ে আসতে বলা হয়। তাই লকডাউন উপেক্ষা করে শনিবার স্কুল খুলেছিল। এদিকে গুজরাতে করোনা ভাইরাসের সংক্রমণ চরমে উঠেছে। সেখানে প্রধানমন্ত্রীর গড়েই লকডাউন উপেক্ষা করে স্কুল খুলে দিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া কার্যত নজিরবিহীন।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। রাজকোট জেলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কেডি পাদারিয়া বলেন, ‘‌লকডাউনের মধ্যে স্কুল খোলা অপরাধের সামিল। তদন্ত শুরু হয়ে গিয়েছে। যাঁরা এই ঘটনায় জড়িত প্রমাণিত হবেন তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ রেহাই পাবে না।’‌ গুজরাতের শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যের সব স্কুলকে প্রশ্ন পত্র তৈরি করে অনলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। রিপোর্ট কার্ডও বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।