দেশ ব্রেকিং নিউজ

বুধবার থেকেই খুলছে স্কুল–কলেজ

করোনাভাইরাস সামলে সুস্থতার পথে দেশ। আনলকের পথে বিহার। আবার নীতিশ সরকারের বড় সিদ্ধান্ত। রাজ্যে স্কুল–কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার আনলক ফোর–এর নয়া গাইডলাইন ঘোষণার সময়ই স্কুল–কলেজ খুলে দেওয়ার বৈপ্লবিক সিদ্ধান্ত টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

করোনা পরিস্থিতি পর্যালোচনার পরই আনলক–৪ পর্ব নিয়ে সিদ্ধান্ত নেয় নীতীশ কুমার সরকার। এদিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একাদশ–দ্বাদশ পর্যন্ত স্কুল কলেজ–সহ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি প্রশিক্ষণ সংস্থান খোলায় সবুজ সঙ্কেত। তবে ৫০ শতাংশ পড়ুয়াকে নিয়েই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস।

স্কুল–কলেজ ছাড়াও সমস্ত সরকারি–বেসরকারি অফিসও আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র টিকা নিয়েছেন এমন কর্মীরাই অফিসে আসতে পারবেন। ৫০ শতাংশ ক্রেতাকে নিয়ে রেস্তোরাঁ ও রোড সাইড ফুড স্টলগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২,৩৫২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৭২৩ জনের। দেশে করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জন। এরমধ্যে অবশ্য সেরে উঠেছেন ২ কোটি ৯৭ লাখ ৪৩০ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লাখ ৮২ হাজার ৭১ জনে। করোনার জেরে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৭২৮ জনের।