রাজ্যের স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় কবে খুলবে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে ছাত্রছাত্রী–অভিভাবকদের কাছে। এখন বেশিরভাগ স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় বন্ধ। কিছু জায়গায় অনলাইন ক্লাস চলছে। তবুও এই প্রশ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন ওঠার এক মাসের মধ্যেই রাজ্যের কলেজ–বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে শনিবার বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, সুরক্ষা বিধি মেনেই ক্লাস শুরু হবে। ক্যাম্পাস এবং হোস্টেলগুলিকে স্যানিটাইজও করা হবে। সব উপাচার্যরাই এই ব্যাপারে সহমত পোষণ করেছেন। ফলে এখন শুধু লকডাউন ওঠার পালা। তারপরেই শুরু হয়ে যাবে পঠন–পাঠন এবং বাকি থাকা পরীক্ষা। এই সিদ্ধান্তের খবর খানিকটা অক্সিজেন দেবে ছাত্রছাত্রীদের বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবারই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জুলাই মাসের প্রথমার্ধেই সিবিএসই–র দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা শেষ করতে হবে। কিছুদিনের মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করবে বোর্ড। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হবে নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাও।