দেশ লিড নিউজ

৭৫ বছরে প্রথম, স্বাধীনতা দিবসে খোলা থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি

উত্তরপ্রদেশের নয়া সিদ্ধান্ত! এবার ৭৫ তম স্বাধীনতা দিবসে খোলা থাকবে স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস-কাছারিও। অবাক হচ্ছেন! হ্যাঁ। এই নির্দেশিকা জারি হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। অর্থাৎ এবার ১৫ আগস্টে সকলকে অন্যান্য দিনের মতোই হাজির থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে।

স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বিশেষভাবে পালিত হবে এই দিনটি। আর সেই কারণেই এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধুমাত্র অন্যান্যবারের মতো স্কুল-কলেজ-অফিসে রুটিনমাফিক জাতীয় পতাকা উত্তোলন কিংবা সামান্য অনুষ্ঠান করে দিনটি উদযাপন করা চলবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সকলকে নিজ-নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অংশ নিতে হবে স্বাধীনতা দিবস উদযাপনে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি জেলায়। সাধারণত এই সাফাই অভিযান প্রতিবার দীপাবলির সময় আয়োজিত হয়। কিন্তু এবার এই অভিযানকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই লক্ষ্য বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি.এস মিশ্র ।

তিনি আরও বলেন, “ স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি থাকছে। স্বাধীনতা দিবসকে শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ রাখা যাবে না। মানুষকে অনুষ্ঠানে অংশ নিতে হবে।” স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে এই ধরনের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।