ব্রেকিং নিউজ রাজ্য

বাংলায় খুলতে চলেছে স্কুল–কলেজ

দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল–কলেজ। কবে খুলবে? এই প্রশ্ন প্রত্যেকের মনেই। আজ সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পুজোর পর থেকেই স্কুল–কলেজ খোলার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও সেই সময়কার করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এমনটা ভাবা হয়েছে।

২০২০ সালের মার্চে করোনা বাংলায় থাবা বসানোর পরই স্কুল–কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পরবর্তীতে নির্দিষ্ট দুটি শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাওয়ায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। চলতি বছরেও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‌পরিস্থিতি বিবেচনা করে পুজোর পর পর্যায়ক্রমে স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। অলটারনেটিভ দিনে ক্লাস করানো হবে। কঠোরভাবে বিধি নিষেধ পালন করা হয়।’‌
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা জানিয়েছে, স্কুলে যাওয়ার ছোট ছোট ছেলেমেয়েদের টিকার প্রয়োজন নেই। করোনা বাগে আসায় কেউ কেউ স্কুল খোলার পক্ষে। তবে একটি বড় অংশই এখনও এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কিছু দেশের সরকার চাইছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব বয়সের পড়ুয়াদের টিকার কাজটি সেরে ফেলতে।