রাজ্য লিড নিউজ

চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, মন্তেশ্বরে দিলীপের কনভয়ে হামলা

আজ, সোমবার দেশজুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের আটটি আসন- কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোটগ্রহণ চলছে। এই ৮ টি কেন্দ্রে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

সকাল থেকেই রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, আসানসোল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। তারই মধ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের, মন্তেশ্বর ব্লকে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন আহত হয়েছেন। এক তৃণমূলকর্মীও আহত হয়েছেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ঠ জেলা শাসকের থেকে ২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিজেপির এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই খবর পেয়েই তিনি বুথে আসতেই চলতে থাকে ইটবৃষ্টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী।