শেষ মুহূর্তে চুক্তিজট কাটিয়ে আইএসএল খেলার জন্য নাম নথিভুক্ত করেছে এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দল গুছিয়ে নেওয়ার কাজ প্রায় শেষ করে ফেলেছে লাল হলুদ শিবির। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই খুব অল্প সময়ে দেশীয় ফুটবলারদের সই করিয়েছে ক্লাব। তবুও বেশ কয়েকজন প্রতিভাবান ও অভিজ্ঞ ফুটবলারকে দলে পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। দলও বেশ শক্তিশালী হয়েছে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। এবার ইস্টবেঙ্গল কর্তাদের লক্ষ্য বিদেশি কোটার ফুটবলার। আইএসএল-এর নতুন নিয়ম অনুসারে এবার মোট ৬ জন বিদেশি ফুটবলার দলে নিতে পারবে ক্লাবগুলো। আর ৪ জনের বেশি বিদেশি প্রথম দলে রাখা যাবে না। তাই ৬ জন ফর্মে থাকা ফুটবলারের খোঁজে লাল হলুদ কর্তারা।
সূত্রের খবর, SC ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার দল গঠনের বিষয়ে নজর রাখছেন। এবং বিদেশিদের নেওয়ার ব্যপারে নিজের মতামত দিচ্ছেন ক্লাবকর্তাদের। আরও জানা যাচ্ছে, দলে তরুণ ও প্রতিভাবান বিদেশি ফুটবলার যেমন নেওয়া হবে, তেমনই অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে চাইছেন ক্লাবকর্তারা। সাম্প্রতিক সময়ের ফর্ম প্রাধান্য পাবে এক্ষেত্রে। ক্লাব সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে ২০১৫ সালে প্রিমিয়ার লিগ খেলা লেস্টার সিটির স্ট্রাইকার জো ডোডুর নাম। ২৬ বছর বয়সী ডোডু এখন উইগান অ্যাথলেটিকের হয়ে খেলেন। এবং ভালো ফর্মে খেলছেন। এরপরই উঠে আসছে ডাচ ফুটবলার পল গ্ল্যাডনের নাম। ২৯ বছর বয়সী এই ফরওয়ার্ড এখন নেদারল্যান্ডসের দ্বিতীয় ডিভিশনে এফসি এম্মেনের হয়ে খেলেন। পাশাপাশি সূত্র মারফৎ শোনা যাচ্ছে, ২৪ বছর বয়সী আটাকিং মিডফিল্ডার ড্যান ক্রাউলির নাম। যিনি এখন ফ্রি ফুটবলার, এবং গোল করতে সিদ্ধহস্ত। মাঝমাঠে অনেকটা জায়গা নিয়ে খেলে ক্রাউলি, গোল করানোর পাশাপাশি গোলও করতে সক্ষম। এছাড়া কয়েকজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।