বিনোদন

আদিবাসী মাদলের তালে কোমর দোলালেন সায়ন্তিকা

রাঢ় বাংলার মানুষের সঙ্গে মিলেমিশে তাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই শিখে নিতে চান বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি শিখে নিতে চান রাঢ় বাঁকুড়ার মানুষের শিরা ও ধমনিতে বয়ে চলা আদিবাসী সংস্কৃতির ধরন-ধারণ। সায়ন্তিকার ভোট প্রচারে উঠে এল সেই ছবিই। কখনো তিনি গ্রামের গৃহবধূর হাত থেকে কুলো নিয়ে সরষে বাছাই করলেন। কখনও আবার ধামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে কোমর দোলালেন।

কলকাতাতেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং বেড়ে ওঠা। পেশার প্রয়োজনে জেলায় গেলেও তারকা হওয়ার বিড়ম্বনায় সেভাবে সাধারণ মানুষের সঙ্গে মেশা হয়নি। তবে এবার তারকা হিসাবে নয়, শুধু সায়ন্তিকা হয়েই তিনি বাঁকুড়ার গ্রামগঞ্জে ঘুরে প্রচার চালাচ্ছেন। প্রচারে বেরিয়ে নিজের মতো করেই বাঁকুড়াকে তিনি চিনতে চাইছেন। শুক্রবার প্রচারে বের হয়ে গ্রাম্যবধূর মতো কুলো হাতে সরষে বাছাই করতে দেখা গেল তাকে। রাঢ় বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে ধামসা মাদলের তালে সাঁওতাল মহিলাদের সঙ্গে কোমরও দোলালেন সায়ন্তিকা। মেলালেন গলাও। এদিন বাঁকুড়ার আধারথোল গ্রাম পঞ্চায়েতের পুরুন্ডি, পাটদেউলি, তেওয়ারি গ্রামের মানুষ এই ভিন্ন সায়ন্তিকাকেই দেখল।

সায়ন্তিকার কথায়, ”প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে ধীরে ধীরে চিনছি লালমাটির বাঁকুড়াকে।”