ব্রেকিং নিউজ রাজ্য

সওকতকে জেড ক্যাটেগরির নিরাপত্তা নবান্নর, কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন নওশাদ

সওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে নবান্ন। এই সিদ্ধান্তের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভাঙড়ে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছিলেন আইএসএফ নেতা ও বিধায়ক নওসাদ সিদ্দিকি। শুক্রবার এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আর্জি জানিয়েছিলেন নওশাদ। বলেছিলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। তারপরেই সোমবার সকালে জানা গেল নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই আঁতাতে অভিযোগ এনেছে তৃণমূল।

উল্লেখ্য, গত শুক্রবার নওসাদ সিদ্দিকির একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ‘ফাঁস’ হয়েছিল। ওই স্ক্রিনশটে দেখা গিয়েছিল, একুশের ভোটের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন নওসাদ। নিত্যানন্দ রাই অমিত শাহর ডেপুটি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিত্যানন্দ রাইয়ের অধীনেই রয়েছে। অবশ্য অমিত শাহর চূড়ান্ত অনুমতি অবশ্যই প্রয়োজন। বিজেপি সরকার নওসাদকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার পর তৃণমূল এখন দুইয়ে দুইয়ে চার করে দেখাতে চাইছে।