সহধর্মিণী আচমকাই একসঙ্গে পথ চলায় ইতি টেনে তাঁর নিজের রাজনৈতিক পথে পা বাড়িয়েছেন। আর তাতেই ঝড় উঠেছে রাজ্য–রাজনীতিতে। কারণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা গেরুয়া শিবির ছেড়ে সোমবারই যোগ দিয়েছেন তৃণমূলে। ইঙ্গিত দিয়েছেন, সৌমিত্র খাঁ’ও আগামী দিনে আসতে পারেন তৃণমূলে। তবে সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সিদ্ধান্তে ‘ব্যথিত’ সৌমিত্র তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করলেন। রাজনীতির টানাপোড়েনে এবার সংসারও ভাঙার পথে।
তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন সৌগত রায়। তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ‘নেত্রীর নেতৃত্বেই এবার থেকে কাজ শুরু করব। বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। যাঁরা লড়াই করে তাঁরা বঞ্চিত।’
পাল্টা সৌমিত্র বলেন, ‘সুজাতা, তুমি আমার জন্য যা যা করেছো, আমি তা এতটুকুও ভুলিনি, ভুলবও না। আমি চাই, তুমি তোমার পথে রাজনীতি করো। কিন্তু আমার কথা না শুনে তুমি আজ তৃণমূলের সঙ্গে চলে গেলে! আজ থেকে তোমায় ‘খাঁ’ পদবি থেকে মুক্তি দিলাম। আমি বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাচ্ছি। তৃণমূলের উদ্দেশে বলছি, আপনারা যেন ওকে খুন করে দেবেন না। ওর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। দয়া করে ওকে খারাপ কাজে ব্যবহার করবেন না।’
সৌমিত্র ও বিজেপি সম্পর্কে সুজাতা এদিন বলেন, ‘যখন বিজেপি করতে শুরু করেছিলাম, তখন জানতাম না বিজেপি ২ থেকে ১৮ যেতে পারে। বিষ্ণুপুরে ছুটে বেড়িয়েছিলাম। তারপরও বিজেপি’র হয়ে লড়াই করেছি। কিন্তু সম্মানের জায়গায় জিরো। কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়, সেই সাবান বা ওষুধ খুঁজে পাইনি। আমার মতো যাঁরা রক্ত দিয়েছে, তাঁরা বঞ্চিত।’