একটা গ্রেপ্তারের প্রতিবাদে আর একটা গ্রেপ্তার। আর তার জেরে তুমুল অশান্তি আসানসোলে। আসানসোলে গ্রেপ্তার হয়েছেন বিজেপি’র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। অভিযোগ, বিজেপি’র যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদ করে ধর্নায় বসেছিলেন সৌমিত্র। ধর্না চালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় অশান্তির শেষ নেই জেলায়। চিৎকার–ধস্তাধস্তি বেধে যায় পুলিশের সঙ্গে। এই গ্রেপ্তারের ঘটনায় গোটা জেলায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কারণ আরও বড় অশান্তি হতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ অফিসাররা।
অভিযোগ, বিজেপি’র যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভেদমূলক প্রচার করেছিলেন। আসানসোল পুরসভার তরফে পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালানো হয় বলে অভিযোগ। পুরসভার অভিযোগ, একই জায়গায় বাংলা–সহ দুটি হোর্ডিং লেখা ছিল। কিন্তু যুব মোর্চার নেতা, বাংলা ব্যতীত অন্য ভাষায় থাকা হোর্ডিং তুলে ধরে বিভেদমূলক প্রচারের চেষ্টা করেন। তাতে সম্প্রীতি নষ্ট হতে বসেছিল।
আসানসোল পুরসভার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিজেপি’র যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আর বিজেপি’র যুব মোর্চার রাজ্য সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ করে সকাল থেকে আসানসোলে গিয়ে ধর্নায় বসেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।
ধর্না চালানোর সময় বিজেপি’র যুব মোর্চার রাজ্য সভাপতিকেও গ্রেপ্তার করে পুলিশ। স্লোগান দিতে দিতে থানায় প্রবেশ করেন সৌমিত্র। আসানসোলে দুই গ্রেপ্তারের প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রতিবাদ মিছিল বের করে যুব মোর্চা।
