খেলাধুলা ব্রেকিং নিউজ

৫ শহরের ১৫ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ নিশ্চিত হয়েছে আগেই। এবার সামনে এল আয়োজক দেশ সৌদি আরবে বিশ্বকাপের ম্যাচ কোন শহরে এবং কোন স্টেডিয়ামে হবে।

২০৩৪ -এ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি দেশ অংশ নেবে সৌদিতে। অংশগ্রহণকারী দেশের সংখ্যা হবে ৪৮।
টিম বৃদ্ধি পাওয়ায় দর্শকদের সমাগমও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

মূলত সেই কথা মাথায় রেখে স্টেডিয়ামের দর্শক আসন কমপক্ষে ৪০ হাজারের কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে সৌদি আরব। বর্তমানে সৌদির হাতে ৪০ হাজার দর্শকাসনের দুটি স্টেডিয়াম আছে। জেদ্দার কিং আবদুল্লাহ ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। কিং ফাহাদ স্টেডিয়ামকে নতুন করে আবারও ঢেলে সাজানো হচ্ছে।

২০৩৪ -এ পাঁচটি শহরের ১৫ টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। সৌদির প্রস্তাবিত পাঁচ শহর- রিয়াদ, জেদ্দা, আল খোবার, আবহা ও নতুন শহর নিওম। এর মধ্যে রাজধানী রিয়াদেই ৮ স্টেডিয়াম থাকবে।

রিয়াদে নির্মাণের অপেক্ষায় থাকা ৯২ হাজার আসনের কিং সালমান স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে।