দেশ লিড নিউজ

ভারতের চাপে নতিস্বীকার সৌদি আরবের

অক্টোবর মাসে সৌদি আরবের নতুন ব্যাঙ্ক নোট দেখে অসন্তোষ প্রকাশ করেছিল ভারত। কারণ ২০ রিয়ালের নতুন নোটে ছাপা ভারতের ম্যাপ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল জম্মু–কাশ্মীর এবং লাদাখকে। এই অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে ২০১৯ সালে। যা দেখে প্রতিবাদ জানিয়েছিল বিদেশ মন্ত্রক। অবশেষে সেই নোট প্রত্যাহার করল সৌদি আরব। কিন্তু কেন ভারতের মানচিত্র থেকে এই অঞ্চলকে বাদ দিয়েছিল তারা তার ব্যাখ্যা কেউ দেননি।
জানা গিয়েছে, নতুন নোট ছাপা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগে ছাপা হয়েছিলে যে নোট, তাও ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে জি–২০ সম্মেলন। সেই উপলক্ষেই ২৪ অক্টোবর এই নতুন রিয়াল নোটটি ছাপা হয়েছিল। নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল আজিজ আল সৌদের ছবি এবং ২০২০ সালের জি–২০ সম্মেলনের প্রতীক রয়েছে। আর অন্যদিকে রয়েছে সারা বিশ্বের মানচিত্র। তাতেই ভারতীয় মানচিত্র বিকৃত করে ছাপা হয়েছে। এটা নিয়েই বিরোধ বাধে দুই দেশের মধ্যে। তবে বিরোধ জিইয়ে রাখেনি সৌদি আরব।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ভারতের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানোর পর সৌদি প্রশাসন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। ওই নোট আসলে জি–২০ সম্মেলনের স্মারক হিসেবে ছাপা হয়েছিল। তা বাজারজাত করা হয়নি। সবটাই ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানকে চাপে রাখতে প্রধানমন্ত্রিত্বের শুরু থেকেই সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে সৌদির রাজকুমার মহম্মদ বিন সলমনকে স্বাগত জানাতে প্রোটোকলের তোয়াক্কা না করে দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুবই ভাল। শনিবার থেকে শুরু হচ্ছে পঞ্চদশ জি–২০ সম্মেলন। ভারত থেকে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সম্মেলনের ফোকাস থাকবে কোভিড–১৯ ভাইরাসের হাত থেকে সম্পূর্ণ নিবৃত্তি সম্পর্কে আলোচনার দিকে।