বাংলাদেশ

সৌদির চাপে বাংলাদেশ ও রোহিঙ্গারা

সৌদি আরবে ৫৪ হাজার রোহিঙ্গা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাঁদের বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি আরব। এমনকী তাদের পাসপোর্ট দেওয়া না হলে সে দেশে থাকা বাংলাদেশিদের উপর নেতিবাচক প্রভাবের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে খবর।
সৌদি আরবের এমন অযৌক্তিক দাবিকে আমল দিচ্ছে না বাংলাদেশ। এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘‌বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যে সব রোহিঙ্গা সৌদি আরব গিয়েছেন, একমাত্র তাদেরই দায় বাংলাদেশের।’‌
তিনি জানান, সৌদি আরবের তৎকালীন বাদশা স্বতঃপ্রণোদিত হয়ে এবং রোহিঙ্গাদের দুর্দশা দেখে ৮০-৯০ দশকে অনেককে সেখানে নিয়ে যান। অনেকে সরাসরি গিয়েছে, আবার কেউ কেউ হয়তো বাংলাদেশ হয়ে গিয়েছে। এটা আমরা পুরোপুরি জানি না। সৌদি আরব বলছে, এই সংখ্যা ৫৪ হাজার। সেখানে তাঁদের পরিবার আছে। তাদের ছেলেমেয়েরা কখনোই বাংলাদেশে আসেনি। তারা সৌদি সংস্কৃতি জানে এবং আরবি ভাষায় কথা বলে। তারা বাংলাদেশ সম্পর্কে জানে না। অন্য দেশ থেকে রোহিঙ্গারা সৌদি আরবে গিয়ে থাকলে তার দায় তো বাংলাদেশ নেবে না।
সৌদি আরব জানিয়েছে, পাসপোর্ট এবং কোনওরকম কাগজপত্র ছাড়াই ৫৪ হাজার রোহিঙ্গা সৌদি আরবে অবস্থান করছে। এই সব রোহিঙ্গার নামে বাংলাদেশের পাসপোর্ট ইস্যু করতে বলা হচ্ছে। ড. মোমেন বলেন, এই নিয়ে বিদেশসচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কিন্তু সৌদি আরবের কিছুটা তাগাদা রয়েছে। তারা বলছে, নাগরিকত্বহীন কোনো ব্যক্তি তারা রাখবে না। এই বিষয়টির ব্যাপারে যথা শিগগির ব্যবস্থা নিতে বলেছে সৌদি আরব। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।