ফের পর্দায় দেখা যাবে দেব রুক্মিণী-জুটিকে। খুব শীঘ্রই আসতে চলেছে দুর্গরহস্য। যেখানে রুক্মিণীকে সত্যবতী রূপে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাসগুপ্ত। এই ছবিতে বিভিন্ন চরিত্রের নাম ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছেন সত্যম ভট্টাচার্য। ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে নজর করা অভিনয়ের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন সত্যম। তাঁর ঝুলিতে এখন একের পর এক ভালো কাজের প্রস্তাবও রয়েছে। থিয়েটারের পাশাপাশি ছবির কাজও করছেন তিনি। অন্যদিকে,দেবকে এই ছবিতে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে।
ব্যোমকেশ লুকে দেবকে কেমন লাগবে তা নিয়ে দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। দর্শকের সেই কৌতূহল মেটাতে নববর্ষের দিন এই ছবির প্রথম লুক শেয়ার করেছিলেন অভিনেতা দেব। সত্যবতী চরিত্রে কে থাকবে তা নিয়ে তৈরী হয়ে ছিল জল্পনা। দু-একজন অভিনেত্রীর নামও শোনা গিয়েছিল। তবে সকলকে টেক্কা দিয়ে ব্যোমকেশ ছবিতে সত্যবতী হয়ে ধরা দেবেন দেবের ‘প্রেয়সী’ অর্থাৎ রুক্মিণী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। রিয়েল লাইফ দেব আর রুক্মিনীকে ফের পর্দায় ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে দেখতে পাবে দর্শক। পর্দায় হোক কিংবা অফস্ক্রিন,এমন কিছু জুটি থাকে যাদের সবসময় ভালো লাগে। আর তেমনই এক জুটি হল দেব আর রুক্মিণীর জুটি। তাঁদের প্রেম নিয়ে চর্চার যেন অন্ত নেই।
কিশমিশ ছবিতে এই জনপ্রিয় জুটিকে শেষবার স্ক্রিন ভাগ করতে দেখা গিয়েছিল। যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এই ছবি তৈরী হচ্ছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্যাডো ফিল্মস’-এর সম্মিলিত প্রযোজনায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। সব ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পেতে পারে এই ছবি।