রাজ্য লিড নিউজ

শনিবার ছিল শপথগ্রহণ, সোমবার নির্মলের হাতে পৌঁছল চিঠি!

শপথ গ্রহণের সময় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের হাতে এসে পৌঁছল শপথ গ্রহণের চিঠি।

জানা গিয়েছে, ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণের চিঠিটি ২১ সেপ্টেম্বর লেখা হয়েছিল। আর রাজভবন থেকে সেটি পাঠানো হয় গত ২২ সেপ্টেম্বর। ২৩ তারিখ অর্থাৎ শনিবার শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু সেই চিঠি নির্মলবাবু হাতে পান ২৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

চিঠিটি হাতে পাওয়ার পরই নির্মলবাবু রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা শাসক দলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি জানান। এরপরই পরিষদীয় মন্ত্রী শোভনদেব বলেন, “একজন নতুন বিধায়ক হয়েছেন। তিনি এলাকার উন্নয়ন করবেন। মানুষের কাজ করবেন। কিছু মানুষের শংসাপত্র তো দিতে পারবেন। কিন্তু রাজ্যপাল কেন এমন করছেন?”

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। শাসক-বিরোধীদের কাছে ধুপগুড়ির উপনির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ধূপগুড়ির উপনির্বাচনে চার হাজারেরও বেশি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এরপর ৯ সেপ্টেম্বর নব বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায় রাজ্য সরকার। অভিযোগ ওঠে, এতদিন পর্যন্ত রাজভবনেই সেই ফাইল পড়েছিল। রাজ্যপাল সেই ফাইলে এতদিন সই না করে পনেরো দিন ধরে ফেলে রেখেছিল।