ব্রেকিং নিউজ রাজ্য

২১শে জুলাই শহীদ দিবসে কী তৃণমূলে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা?

তৃণমূল সূত্রে এমনটাই জানা যাচ্ছে, জোড়াফুলের পতাকা হাতে তুলে নিতে চলছেন “বিহারীবাবু” শত্রুঘ্ন সিনহা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

প্রবীণ রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা, তিনি একসময় বলিউডের নামকরা অভিনেতা ছিলেন। জাতীয় রাজনীতিতে যথেষ্ট পরিচিত নাম শত্রুঘ্ন সিনহা। ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখালে দলের ধার ও ভার আরও বৃদ্ধি পাবে এটা বলাই বাহুল্য। এর আগে আরেক প্রবীণ রাজনীতিবিদ যশবন্ত সিনহা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তাঁর পর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যদি শত্রুঘ্ন আসে তবে সেটা হবে মমতার মাস্টারস্ট্রোক।

 

কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বিধানসভা নির্বাচনে জিতেই ঘোষণা করেছিলেন এবার তাঁর লক্ষ্য দিল্লি দখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শত্রুঘ্নর সম্পর্ক বরাবরই ভালো। তাই তিনি জোড়াফুল শিবিরে এলে আশ্চর্যের কিছু হবে না। কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রয়াল বেঙ্গল বলে মন্তব্য করেছিলেন শত্রুঘ্ন সিনহা।