বলিউডে কয়েক মাসের মধ্যে বেশ কজন তারকার মৃত্যু হয়েছে। ঋষি কাপুর, ইরফান খানের শোক ভুলতে না ভুলতেই বিদায় নিয়েছে সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর তদন্ত এখনো চলছে। আর এসবের মধ্যেই মাস্টারজি কোরিওগ্রাফার সরোজ খান বিদায় নিলেন। সুশান্তের মৃত্যু ভীষণ ভাবে নাড়া দিয়েছিল তার মনে। এই অভিনেতাকে নিয়েই ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্ট। সুশান্তের সঙ্গে কখনো কাজ করেননি সরোজ খান। কিন্তু সুশান্ত যে নাচে আগ্রহী এবং পারদর্শী সে বিষয়ে তিনি জানতেন।
শেষ পোস্টে সুশান্তকে নিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি তোমার সঙ্গে কাজ করিনি। কিন্তু বহুবার দেখা হয়েছে আমাদের। কী এমন ঘটেছিল যার জন্য এত বড় পদক্ষেপ নিতে হলো? তুমি তো বড়দের সঙ্গে কথা বলতে পারতে যারা হয়তো তোমায় সাহায্য করতো। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক। আমার সত্যিই ধারণা নেই তোমার বাবা বোন ও পরিবারের উপর দিয়ে ঠিক কী যন্ত্রনা যাচ্ছে এখন। এই কঠিন সময়ে তাদের প্রতি আমার সমবেদনা রইল। তোমার ছবি দেখে তোমায় ভালোবেসেছি এবং সব সময় ভালবাসব। তুমি শান্তিতে ঘুমাও।’