বিনোদন

সরোজ খান হাসপাতালে ভর্তি

জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্ট সমস্যার কারণে মঙ্গলবার (২৩ জুন) তাকে পূর্ব বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে গুঞ্জন ছড়ায় যে, করোনায় আক্রান্ত হয়েছেন সরোজ খান।

পরিচালক-প্রযোজক কুণাল কোহলি বিষয়টি মিথ্যা দাবি করেন। তিনি বলেন, “সরোজ খানের ছেলে রাজু খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন মাস্টারজি অর্থাৎ তার মা এখন ভালো রয়েছেন। শ্বাসকষ্টের সমস্যার জন্য শুধু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সরোজ খানের শরীরে করোনার উপস্থতি নেই। টেস্টেই জানা গেছে।”

বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। শ্রীদেবী, জুহি চাওলা থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতসহ অনেক তারকাকেই তিনি নাচের তালিম দিয়েছেন।