নক্ষত্রপতন ঘটল বলিউডে! প্রয়াত বলিউডের মাস্টারজি কোরিওগ্রাফার সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার গভীর রাতে সবাইকে ছেড়ে ঘুমের দেশে পাড়ি দিলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন সরোজ খান।
জানা গিয়েছে, বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মায়ের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর মেয়ে। সরোজ খান ভর্তি ছিলেন মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বইতে তাঁর জন্ম হয়। তাঁর আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে তাঁর কাজ শুরু হয় ১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে। শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল।
হাসপাতাল সূত্রে খবর, ২০ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর কোভিড টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষণে থাকলেও তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল। পরিস্থিতির অবনতি না হলে আগামী দু’তিন দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না তাঁর।
তাঁর নাচের স্টেপ এখনও বলিউডে জনপ্রিয়। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। প্রায় চার দশক ধরে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। দু’হাজারেরও বেশি গানে কোরিয়োগ্রাফি করেছেন তিনি। তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ২০২০ সালে ইরফান খান, ঋষি কপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুতের পর এবার চলে গেলেন সরোজও। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।