ব্রেকিং নিউজ রাজ্য

শুভেন্দু অধিকারীকে ‘হুমকি অধিকারী’ বলে কটাক্ষ

নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। শনিবার পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন শেখ হামিদ।

তিনি বলেন, “শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সম্মান করতে জানে না। সাংবাদিকরাও আমাদের মতই কোন একটা পরিবারের সন্তান তাদেরও একটা সম্মান আছে। কিন্তু হুমকি অধিকারী সাংবাদিকদের সেই সম্মান দিতে জানে না।”

এদিনের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এই প্রতিবাদ সভায় প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল আরো বেশি চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।