ছোট্ট ভাইয়ের জন্য উপহার নিয়ে গেলেন সারা আলি খান। বৃহস্পতিবার সইফ, করিনার নতুন বাড়িতে সারা হাজির হন। গাড়ি থেকে নামার সময়ই সারার হাতে বেশ কয়েকটি ব্যাগ চোখে পড়ে। সারা ওই ব্যাগে উপহারসামগ্রী নিয়েই সইফ, করিনার নবজাতককে দেখতে আসেন বলে জানা যায়।
গত রবিবার দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা কাপুর খান। করিনা নবজাতককে নিয়ে বাড়িতে ফেরার পর করিশ্মা কাপুর, সোহা আলি খান, কুণাল খেমুরা দেখতে আসেন তাদের। সেই তালিকায় দেখা যায়নি সারা আলি খানকে। বৃহস্পতিবার দুপুরে সৎ মা এবং ছোট্ট ভাইকে দেখতে সইফিনার বাড়িতে হাজির হন সারা।