বিনোদন

ফেঁসে যাচ্ছেন সারা, শ্রদ্ধা?

দিন দিন আরও জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা। অভিনেতার মৃত্যুর প্রায় তিন মাস পর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। এরপরই বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে আসতে শুরু করেছে। যে তালিকায় প্রথমেই রয়েছেন সারা আলি খান। এছাড়া শ্রদ্ধা কাপুরকে নিয়েও শুরু হয়েছে জলঘোলা।

বলিউড সূত্রে খবর, সুশান্তের বাগান বাড়ির ম্যানেজার এবং সেখানকার নৌকা চালক সারার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের নাম নেয়ার পর তিনিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজরে রয়েছেন। চলতি সপ্তাহেই সারা আলি খান ও শ্রদ্ধা কাপরকে সমন পাঠানো হতে পারে। এছাড়া অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও নাকি সমন পাঠানো হতে পারে। যদিও মাদকযোগে নিজেদের নাম জড়ানো নিয়ে এখনও পর্যন্ত সারা বা শ্রদ্ধা মুখ খোলেননি। তবে রাকুলপ্রীত সিং ইতোমধ্যে আদালতের শরনাপন্ন হয়েছেন। মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে তার দাবি।

প্রসঙ্গত, অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর শ্যুটিং ও প্রমোশনে সময় সারা আলি খান অনেকবার সুশান্তের লোনাভলার বাগান বাড়িতে গিয়েছেন বলে জানান প্রয়াত অভিনেতার ম্যানেজার। এছাড়া, ‘ছিঁছোড়ে’-এর প্রমোশনের সময় শ্রদ্ধা কাপুরও লোনাভলার বাগান বাড়িতে গিয়েছেন বলে দাবি করেন সুশান্তের নিয়োগ করা নৌকা চালক।