ব্রেকিং নিউজ রাজ্য

ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ নিয়ে সরব নুসরত

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কথা বলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। তার বিরুদ্ধে ওটা সমস্ত দুর্নীতির অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, ‘কোন দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই।’এদিন অভিনেত্রী আরও বলেন, ‘যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে যা বলবেন তাই করব।’ একই সুরে জানিয়ে দিলেন, “চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি।”

তবে এদিন সাংবাদিক সম্মেলনে টাকা নেওয়ার কথা মেনে নিয়েছেন নুসরত। তবে তা ঋণ হিসেবেই নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এবিষয়ে তৃণমূল সাংসদের দাবি, “যে কোম্পানির সঙ্গে আমি যুক্ত ছিলাম, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ২০১৭ সালের জুলাই মাসে আমি সেই সংস্থা ছেড়ে দিয়েছি।” অভিযোগ উঠেছিল, তিনি সংস্থার টাকা নিয়ে বাড়ি কিনেছেন। অভিযোগ নস্যাৎ করে সাংসদ জানান, ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। সুদ-সহ সেই ঋণ শোধ করে দিয়েছেন বলেও দাবি নুসরতের।

সেই সংক্রান্ত সমস্ত নথি অভিনেত্রীর কাছে থাকলেও তা তিনি প্রকাশ্যে দেখাতে চাননি। তিনি বলেন, “আপনার ব্যাংক ডিটেলস কি আমি দেখতে চেয়েছি? আমিও আমার ব্যাংক ডিটেলস আপনাদের দেখাব না।”

উল্লেখ্য, মঙ্গলবার সারাদিন তার নাম উঠে এসেছে খবরের শিরোনামে। নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন। এ ব্যাপারে নুসরত জানিয়েছিলেন, যেহেতু এটি একটি আইনি বিষয়, তাই তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই অভিযোগের জবাব দেবেন। তারপরেই বুধবারের সাংবাদিক বৈঠকের ঘোষণা করেন তিনি।