বুধবার মেয়ো রোডে সমাবেশের আয়োজন করেছে তৃণমূলের ছাত্রেরা।টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় ওই সমাবেশের। ওই সমাবেশ থেকে আরজি কর প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন আর জি কর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আরো একবার দোষীদের কড়া শাস্তি চেয়ে সরব হন তিনি৷মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব। আগামী ১০ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসি চাই’ এই বিল পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাব।” মুখ্যমন্ত্রী আরও বলেন,”আজকে যাঁরা কামদুনি নিয়ে কথা বলছেন, তাঁদের বলি কামদুনির ঘটনাতেও আমরা ফাঁসি চেয়েছিলাম। হাইকোর্টের রায়ে দু’জনের যাবজ্জীবন হয়েছিল।”
তৃণমূল ছাত্র পরিষদ এর প্রতিষ্ঠা দিবসকে আরজি করের নিহত তরুণী চিকিৎসককে উৎসর্গ করে এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আমি উৎসর্গ করছি সেই বোনকে যাঁকে কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিক ভাবে হারিয়ে আমরা শোকাহত।’ সমবেদনা জানিয়েছেন নির্যাতিতা তরুণীর পরিবারকেও৷