চলে গেলেন কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিব কুমার শর্মা। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। জানা গিয়েছে, গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস চলছিল। মৃত্যু কালে শিল্পীর বয়স হয়েছিল ৮৪।
১৯৩৮ সালে ১৩ জানুয়ারি জম্মুতে জন্মগ্রহণ করেন শিবকুমার শর্মা। মাত্র ৫ বছর বয়সেই সংগীত ও তবলার প্রশিক্ষণ শুরু করেন তিনি। ১৩ বছর বয়স থেকেই তাই সন্তুরের অনুরাগী হয়ে ওঠেন শিব। ১৯৫৫ সালে মুম্বইয়ে প্রথমবার জনসমক্ষে নিজের প্রতিভা প্রর্দশন করে নজর কেড়ে নেন শিল্পী।সন্তুর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও করেছেন শিবকুমার। জম্মুর ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্রকে সেতার সরোদের সমান মর্যাদা দিতে সক্ষম হয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মা।
শাস্ত্রীয় সংগীত ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে মিশে একাকার হয়ে যায় পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি এবং শিবকুমারের সন্তুরের ছন্দ। ‘সিলসিলা’, ‘ডর’, ‘চাঁদনি’, ‘লমহে’র মতো জনপ্রিয় ছবিতে শিব-হরি জুটির সুর আজও অমলিন।
ইতিমধ্যেই শিবকুমার শর্মার পুত্র রাহুল শর্মাও সন্তুরবাদক হিসেবে সংগীত জগতে নজর কেড়েছেন রাহুল। শিবকুমারের প্রয়াণে শোকস্তবব্ধ সংগীতমহল।
২০০১ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। পেয়েছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে।