ব্রেকিং নিউজ রাজ্য

বড়দিনের আগেই খুলে যাচ্ছে সাঁতরাগাছি সেতু

নিত্য যাত্রীদের জন্য বিরাট সুখবর! আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই খুলে যাচ্ছে সাঁতরাগাছি সেতু। শুক্রবার সেতু চালু হওয়ার খবর নিশ্চিত করেছেন পূর্ত মন্ত্রী পুলক রায়। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছিলেন, ২৫ ডিসেম্বর পিকনিকের আমেজে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। এই মর্মে শুক্রবার ইঞ্জিনিয়রদের সঙ্গে একটি বৈঠকও করেন পূর্তমন্ত্রী পুলক রায়।

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুটির পরিকাঠামোগত অবস্থা বর্তমানে খুবই খারাপ। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। তারই মধ্যে সেতুটির উপর দিয়ে ২ চাকা, ৪ চাকা থেকে শুরু করে পণ্যবাহী ভারী গাড়িগুলি চলাচলের ফলে সেতুটির অবস্থা আরও খারাও হয়েছে। এর ফলে নিত্যদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই এই সেতুটি ভেঙে ফেলে অন্য একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে নতুন সেতু তৈরি করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় লাগবে বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে সাঁতরাগাছি সেতু দিয়ে যাতে ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই চলাচল করতে পারে, সেজন্য ইতিমধ্যেই সেতুটির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সাঁতরাগাছি সেতুটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই সেতুর মাধ্যমেই অনেক কম সময়ে একপ্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তাই প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে ২ চাকা, ৪ চাকা গাড়ি সহ পণ্যবাহী ভারী গাড়ি গুলি যাতায়াত করে। এমনকী অফিস টাইমে প্রচণ্ড যানজটও হয়। দুর্বল হয়ে পড়া এই সেতুটি ভেঙে দিয়ে নতুন সেতু নির্মাণ করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে রেলকে জানানো হয়েছে। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনে রেল কর্তৃপক্ষ কোনও সাড়া দেননি বলেই অভিযোগ। তাই সাঁতরাগাছি সেতুর বিকল্প হিসাবে এবার নতুন সেতু তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।