দেশ ব্রেকিং নিউজ

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না, কবে শপথ?

আগামী ১০ নভেম্বর অবসর নিতে চলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৮ নভেম্বর শেষ হচ্ছে বিচারপতির কার্যদিবস। এবার তার আগেই সামনে এল নতুন বিচারপতির শপথ নেওয়ার দিনক্ষণ। অবসরের আগে নিজের উত্তরসূরির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। জানা গিয়েছে, আগামী ১১ নভেম্বর তিনি শপথ নেবেন। সঞ্জীব খান্নাকেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন।