দেশ ব্রেকিং নিউজ

সামনা’‌য় মোদীকে তোপ রাউতের

টানা তিনটি রবিবার শিবসেনার মুখপত্র সামনা’‌র কলামে কার্যত নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেলেন দলের দাপুটে নেতা সঞ্জয় রাউত। দেশের করোনা পরিস্থিতি থেকে রামমন্দির ইস্যু, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার তিনি মোদীকে আক্রমণ করেছেন। এবার একাধিক যুক্তি দিয়ে তিনি চেনা মেজাজে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন।
এদিন তাঁর কলামে রামমন্দির প্রসঙ্গে মুখ খোলেন সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, রামমন্দিরের ৭৫ বছরের মহান্ত নিত্যগোপাল দাস করোনা পজিটিভ হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী মোদী কেন নিজেকে কোয়ারেন্টাইনে রাখছেন না? রামমন্দিরের শিলান্যাসের যে পুজোয় মোদী উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যগোপাল দাসও। যিনি পরে কোভিড পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছেন।
সঞ্জয় রাউতের দাবি, রামমন্দিরের ভূমিপুজোর দিন, নিত্যগোপাল দাসকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজে কোনও কাপড়ও মুখে চাপা দেননি। এমন অবস্থায় নিত্যগোপাল দাসের কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী ও আরএসএস প্রধান মোহন ভাগবত। আর সেই সূত্র ধরেই মোদীর কোয়ারেন্টাইন নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত। যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়ালের প্রসঙ্গও তুলে সঞ্জয় রাউতের দাবি, পাঁপড় খেলে করোনা সেরে যাবে বলে যে বিজেপি নেতা বিজ্ঞাপন দিয়েছিলেন, তিনি নিজেও আক্রান্ত হলেন। রাশিয়া ভ্যাকসিন নিয়ে কাজ করে দেখিয়ে দিয়েছে আত্মনির্ভরতা কাকে বলে। আর আমাদের দেশে শুধু আত্মনির্ভরতা নিয়ে ভাষণই শুনে যেতে হল।শিবসেনার মুখপাত্রের বক্তব্য, ‘‌প্রধানমন্ত্রী এই বিষয়ে আশা করি একমত হবেন, যদিও রামের বনবাসও শেষ হয়, পরিস্থিতি খুব খারাপ। কেউ এতটা অসহায় বোধ করেননি এখন যতটা করছেন।’‌