সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে স্টেজ থ্রি-তে রয়েছে তার ক্যান্সার। ১১ আগস্ট রাতে সেই খবর প্রকাশ্যে আসতেই তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে যায়। এদিকে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ার পর সঞ্জয় দত্ত মানসিকভাবে কিছুটা ভেঙে পড়লেও দ্রুত সুস্থ হয়ে তিনি আবার কাজে ফিরবেন বলে আশা করছেন। তবে চিকিৎসার জন্য বেশ কিছুদিন সিনে জগত থেকে তিনি দূরে থাকছেন। সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসার জন্য আমেরিকা যাবেন। কিন্তু আইনি জটিলতায় আমেরিকার ভিসা না পেয়ে চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুর যাচ্ছেন এই তারকা।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ এবং টাডা আইনের ভিত্তিতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্ত গ্রেফতার হয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন। এরপর মুম্বাই বিস্ফোরণ মামলা থেকে মুক্তি পান সঞ্জয়। কিন্তু ভারতীয় আইনে রেহাই পেলেও আমেরিকার আইনের বাধ্যবাধকতায় সঞ্জয় দত্ত সেদেশের ভিসা পেলেন না। থার্ড স্টেজের লাং ক্যান্সারের চিকিৎসার জন্য আমেরিকার স্লোয়ান ক্যাটেরিং ক্যান্সার সেন্টারে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। সেখানেই তার মা নার্গিসের চিকিৎসা হয়েছিল। কিন্তু মুম্বাই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত সঞ্জয় দত্তকে ভিসা দিতে রাজি হয়নি মার্কিন প্রশাসন। তাই সিঙ্গাপুরে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়।