আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর একটি বিশেষ দল। এদিন সকালেই আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে শারীরিক পরীক্ষার জন্য কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে লালবাজার থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এরপর পুলিশের প্রিজন ভ্যানে করেই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। গোটা প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, বুধবারই ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হয়। এরপর শুরু হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। একই সঙ্গে এদিন নিহত চিকিৎসকের মা – বাবাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস।চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছে, জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনওরকম পরিষেবা দেবেন না তাঁরা। যেভাবে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আরজিকর-সহ রাজ্যজুড়ে চলা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।