রাজ্য লিড নিউজ

ইডির জেরার মুখে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’

অবশেষে ইডির জেরার মুখে পড়তেই হল সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে।রেশন দুর্নীতিকাণ্ডে যে কোনও দিন জেলে গিয়ে শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। শনিবার এই নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এই নির্দেশ পাওয়ার পরই আর শাহজাহানকে জেরা করতে জেলে গেল ইডি।

এদিন ইডির পাঁচ আধিকারিক বসিরহাট আদালতে পৌঁছন। এরপর আদালতের কাছে ইডির তরফ থেকে একটি মানি লন্ডারিং মামলায় ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জেরার আবেদন জানান।

ইডি সুত্রে দাবি, ৩১ কোটি ২০ লাখ টাকার মানি লন্ডারিং মামলায় তাঁরা শেখ শাহজাহানকে জেরা করতে চান। বসিরহাট আদালতের অনুমতি নিয়ে এদিন ইডি কর্তারা সোজা পৌঁছে যান বসিরহাট সংশোধনাগারে। আপাতত এই সংশোধনাগারই হল তৃণমূল নেতা শেখ শাহাজাহানের ঠিকানা। এদিন দুপুর ১টা নাগাদ সংশোধনাগারে ইডি আধিকারিকরা একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার নিয়ে পৌঁছে যান। সেখানে জেরার প্রক্রিয়া চলছে।

ইডির উপর হামলার ঘটনায় গত ১৬ মার্চ গ্রেফতার হয়েছে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিন জন। দীর্ঘ নয় ঘন্টার জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ তিনজনকে গ্রেফতার করে সিবিআই।