বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বারবার বাধার সম্মুখীন হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সব বাধা টপকে এদিন দলের তিন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালির আগে রামপুরে পৌঁছোন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের। কার্যত গোটা এলাকা ব্যারিকেড করে রেখেছে বিশাল পুলিশবাহিনী।
এদিন সায়েন্স সিটির কাছে শুভেন্দুদের বাস আটকেছিল পুলিশ। আইন অনুসারে ১৪৪ ধারা জারি থাকলে পাঁচ জনের বেশি একসঙ্গে যাতায়াত করতে পারে না। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ক সন্দেশখালি রওনা দেন। সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে শেষমেশ রামপুরে কাছে পৌঁছে যেতে সক্ষম হন শুভেন্দু।
এদিন রামপুরে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় শুভেন্দু অধিকারীদের। পুলিশকর্তারা এদিন শুভেন্দু অধিকারীকে জানান, তিনি সন্দেশখালিতে গেলে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁকে আটকাতে হচ্ছে তাঁদের। এরপর শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়িদের সঙ্গে নিয়ে রাস্তাতেই বসে পড়েন বিরোধী দলনেতা। রাস্তায় বসে ধর্না দিতে শুরু করে শুভেন্দু সহ অন্যান্যরা।