ব্রেকিং নিউজ রাজ্য

আর জি কর মামলায় জামিন সন্দীপের

আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

গ্রেপ্তারের ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিট দাখিল করতে পারেনি।তাই শিয়ালদহ আদালত ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল। টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল এখন জেল থেকে ছাড়া পেলেও জামিন পাওয়ার পরেও মুক্তি মেলেনি সন্দীপের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা কোর্ট থেকে সন্দীপ ঘোষকে সরাসরি প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।

আরজি করের ধর্ষণ-খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল সন্দীপ ঘোষ। তাই একটা মামলায় রেহাই পেলেও আর্থিক দুর্নীতি মামলার জন্য বর্তমানে জেলেই থাকবেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার তৎকালীন ওসিকে গ্রেফতার করেছিল সিবিআই।